রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে অগ্নি নির্বাপক কোনো যন্ত্র ছিল না। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বুধবার (২৭ মে) রাত সোয়া ১১টার দিকে বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ৫টি মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালের মেইন ভবন সংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আর সেখানে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না।
উল্লেখ্য, বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরে ইউনাইটেড হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।