‘আর কত বয়স হলে বয়স্ক-বিধবা ভাতার কার্ড পাব বাপ’

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হাকিমপুর, দিনাজপুর | 2023-08-25 10:30:16

‘স্বামী মারা গেছেন ২৭ বছর হলো, ১৯৫২ সালে জন্ম আমার। ক্যা বাপ আর কত বয়স হলে বয়স্ক আর বিধবা ভাতার কার্ড পাওয়া যাবে। আকুতি-মিনতি কণ্ঠে এমনটি বলছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের গুমরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের স্ত্রী ৬৮ বয়সী মাজেদা বেওয়া।

স্বামী মারা গেছেন অনেক আগে। ছেলে নেই, দুই মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একা বাড়ি, দেখা বা খোঁজ-খবর নেওয়ার কেউ নেই। মাঠে সামান্য একটু আবাদি জমি ছিলো। তাও দুই মেয়ে জামাইকে দিয়ে দিয়েছেন। এখন মাজেদা বেওয়া নিঃস্ব। জামাই মেয়ে যখন যা দেয় তাই দিয়ে কোন রকম খেয়ে-দেয়ে বেঁচে আছেন তিনি। বয়সের কারণে শরীরে নেই জোর। মানুষের বাড়িতে কাজ করার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। পেটের দায়ে আর বাঁচার তাগিদে জামাই বা এলাকাবাসীর কাছে দৌড়ে বেড়ান তিনি, যদি কেউ কিছু দেন।

মাজেদা বেওয়া বার্তা২৪.কমকে বলেন, সেই ২৭ বছর হলো স্বামী নাই, এটা ছেলেও নাই, দু’টা মেয়ে। অনেক কষ্টে মেয়েদের বিয়া-শাদী দিচু। যে কুনা  (যেটুকু) জমি ছিলো মেয়েদের ভালোর জন্য জামাইদের দিয়া দিচু। যেতবেনে (যখন) জামাই বেটিরা খাবার দেয় সেতবেনে (তখন) খাউ (খায়)। কতবার মেম্বার-চেয়াম্যানদের গড়ত (কাছে) ঘুরুনু (ঘুরলাম) কেউ মোক এটা বয়স্ক বা বিধবার কার্ড করে দিলো না। শেষ বয়োসত হামার (আমার) এটা কোন ব্যবস্থা করলে হয় না?

৩ নং আলীহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম বার্তা২৪.কমকে জানান, আমি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাইছি। মাজেদা বেওয়ার ভোটার আইডি কার্ড দেখি, তারপরে তার একটা ব্যবস্থা করার চেষ্টা করবো।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বার্তা২৪.কমকে বলেন, বিধবা-বয়স্ক ভাতার কার্ডের জন্য ওয়ার্ড এবং ইউনিয়নের জনপ্রতিনিধি রয়েছে তারা বিয়ষটি দেখবেন।

তিনি আরও জানান, মাজেদা বেওয়া যদি আমাদের নিকট আবেদন করে তাহলে সরকারী বরাদ্দ আসলে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর