শিল্পায়নের এ যুগে আধুনিকতার নামে প্রতিনিয়ত উজাড় হচ্ছে বন-জঙ্গল ও পাখির আবাসস্থল। এতে ব্যাহত হচ্ছে পাখির বংশ বৃদ্ধি। হুমকির মুখে জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য। আর তাইতো পাখির বংশ বৃদ্ধিসহ জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কাজ করছে দেশের কিছু সংগঠন। খুলনা-সাতক্ষীরার মধ্যবর্তী তালায় এমন একটি সংগঠন পাখিদের জন্য অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করছে। মাটির হাঁড়ি গাছের ডালে বেঁধে দিয়ে পাখির জন্য বাসা তৈরি করা হচ্ছে।
শুক্রবার (০৫ জুন) তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে পাখির এ অভয়াশ্রম তৈরি করা হয়। ব্লাড ব্যাংকের প্রচেষ্ঠায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে ৭১ টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।
এবিষয়ে এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান বলেন, উপকূলীয় এজেলার মানুষসহ সকল প্রাণীকূল প্রতিটা মুহূর্ত নানা দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকছে। সাম্প্রতিক সময়ে আম্পান অনেক গাছপালা ধ্বংস করেছে। এতে পাখির বাসা হারিয়েছে। প্রাণীকূলের এ ছোট প্রাণিটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা চত্বরে ১০০ পাখির বাসা বানাবো। প্রয়োজনে এটা বাড়াবো।
তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার স্বাগত বক্তব্যে বলেন, "এটা দারুণ একটা উদ্যোগ। একদম ব্যাতিক্রম। আম্পানে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে পাখির বাসা। তাই পাখিদের থাকার জন্যে বাসা বানানো সত্যি অসাধারণ একটা কাজ। আমি তালা ব্লাড ব্যাংকের শুভকামনা করি। আশা করি তালা ব্লাড ব্যাংক তালার উন্নয়নে এধরণের কাজ অব্যহত রাখবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "এটার মাধ্যমে আমরা দুইটা প্রতিবাদ করছি। ১. ভারতে এক গর্ভবতী হাতিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও ২. যারা পরিবেশের ক্ষতি করেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ।"
তিনি তালা ব্লাড ব্যাংককে উৎসাহ দেন এবং পাশে থাকার অঙ্গীকার করেন।
বিশেষ এ উদ্যোগের সময়ে উপস্থিত ছিলেন, তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সমন্বয়ক অসিম রায়, এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার, এস এম নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর মঈনুল ইসলাম, কামরুল ইসলাম মাহিন, অমিত বিশ্বাস, জুবায়ের ইসলাম, তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক জয়স্ত শীল মিন্টু, সৌমিক, শামীম, রাজা, তানভীর, নাজমুল, শামীম,আবিদ, সবুজ, আব্দুল্লাহ প্রমুখ।