হিলিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের আশঙ্কা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-27 21:59:57

ট্রেনযোগে ভারত থেকে দিনাজপুরের হিলি রেলস্টেশনে আমদানি হচ্ছে পেঁয়াজ। আর এই পেঁয়াজ লোড-আনলোড করতে গিয়ে শ্রমিকরা মানছেন না কোনো রকম স্বাস্থ্যবিধি। এর ফলে হিলিতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মালবাহী ট্রেন থেকে শ্রমিকরা পেঁয়াজ আনলোড করে ট্রাকে লোড করছে। এ সময় তারা মানছে না কোনো সামাজিক দূরত্ব এবং মুখে নেই কোনো সুরক্ষিত মাস্ক। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো যানজটের সৃষ্টি করছে। ট্রাকের ড্রাইভার বা হেলপারের মুখেও নেই কোনো মাস্ক। পেঁয়াজ লোড করে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এলাকাবাসীর অভিযোগ, বাইরে থেকে আসা ট্রাক এবং ব্যবসায়ীরা করোনা নিয়ে হিলিতে প্রবেশ করছেন।

এলাকাবাসী কুদ্দুস আলী খান জানান, আমরা হিলিবাসী করোনা থেকে নিরাপদে থাকতে চাই। আমদানিকারকরা ট্রেনযোগে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে। শ্রমিকরা কোনো সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার করছে না। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে ট্রাকগুলো যাতাযাত করছে। এতে করে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

এবিষয়ে জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, সামাজিক দূরত্ব সবাইকে মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে।

এ সম্পর্কিত আরও খবর