মানবপাচার মামলায় আরও ৩ জন গ্রেফতার, মোট ২০

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 01:58:43

ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মানবপাচার চক্রের আরও তিন জন আসামিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিটের একটি টিম।

বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসাইন।

গ্রেফতারকৃতরা হলেন- সোহাগ হোসেন (৫০), খালিদ চৌধুরী (৪২), সানজিদা (৩৮)।

লিবিয়ার ২৬ বাংলাদোশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় মানব পাচারে জড়িত চক্রের সদস্যদের ধরতে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট ঢাকার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এদিকে এঘটনায় এখন পর্যন্ত মোট ২২টি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে চিহ্নিত করে আইজিপি’র নির্দেশে গ্রেফতারে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই এই ৩ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করে‌ছে বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নিট।

উল্লেখ্য, সিআইডি বাদী হয়ে পল্টন থানায় ২টি ও বনানী থানায় ১টি মানব পাচার মামলা দায়ের করেছে। এ পর্যন্ত মানবপাচার সংক্রান্তে সারাদেশে দায়েরকৃত ১২টি মামলা তদন্তের জন্য সিআইডি অধিগ্রহণ করেছে।

আরও পড়ুন:

লিবিয়ায় হত্যাকাণ্ড: প্রতারকদের কঠোর শাস্তির ব্যবস্থা

৪শ’ জনকে অবৈধভাবে লিবিয়ায় পাঠিয়েছেন হাজী কামাল

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

লিবিয়ায় ২৬ নাগরিককে হত্যার বিচার চেয়েছে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও খবর