প্রয়োজন ছাড়া সিজার করবে না হোপ মা ও শিশু হাসপাতাল

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই (চট্টগ্রাম) | 2023-08-29 09:28:18

মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) মিরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের মিলনায়তন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের পরিচালক ও মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু বলেন, ‘বর্তমানে সিজারের কারণে মানুষ হাসপাতালের সেবা নেওয়া থেকে বিমুখ হচ্ছেন। ফলে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্যখাত ও ডাক্তারদের উপর আস্থা হারাচ্ছে চিকিৎসা সেবা গ্রহীতারা। তাই আমরা এই হাসপাতালের বিশেষ প্রয়োজন ছাড়া সিজার করব না। নরমাল ডেলিভারিতে বাচ্চা জন্মদানে মায়েদের সহযোগিতা ও চিকিৎসা নিশ্চিত করতে চাই।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খালেদা আক্তার বলেন, ‘আমাদের হাসপাতালের মালিকানা নিয়ে কিছু জটিলতা ছিল আমরা সেসব জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের মতো করে সেবা মুখি একটি হাসপাতাল আপনাদের উপহার দিতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।’

সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর। এ সময় মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর