বর্জ্য নিতে বাড়ি বাড়ি রসিকের গাড়ি

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 06:34:00

রংপুর: পশু কোরবানির তিনঘণ্টা পার না হতেই রংপুর সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম।

বুধবার (২২ আগস্ট) দুপুর ২টায় মহানগরীর শাপলা চত্বর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনকালে রসিক মেয়র বলেন, ‘সকাল ১১টার পর থেকে নগরীর প্রত্যেক ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীরা গাড়ি নিয়ে ঢুকেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে পশুর বর্জ্য সংগ্রহ করছে। সবার সহযোগিতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্যমুক্ত রংপুর মহানগরী উপহার দেয়া সম্ভব হবে। সে লক্ষ্য নিয়েই রসিকের কর্মকর্তা-কর্মচারীরাসহ পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে যাচ্ছে।’

এ সময় রসিকের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রধান শাহিনুর রহমান শাহিন, মেয়রের একান্ত সচিব জাহিদ হোসেন লুসিডসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজার রহমান বলেন, ‘৪০টি পিকাপভ্যান, পানি গাড়ি ২টিসহ প্রায় তিন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণে কাজ করছে। যেখানে ময়লা-আবর্জনা ও বর্জ্য থাকবে সেখানেই আমাদের গাড়ি পৌঁছে যাবে।’

এ সময় তিনি ড্রেনে ও রাস্তার পাশে বর্জ্য না ফেলে রসিকের নির্ধারিত স্থানে ময়লা ফেলানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

রসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রধান শাহিনুর রহমান শাহিন বলেন, ‘পশুর বর্জ্য ও রক্ত পরিষ্কারের জন্য ৫ জন ইন্সপেক্টর, ৪০ জন সুপারভাইজারের নেতৃত্বে ৫০৬ জন পরিচ্ছন্নতাকর্মী স্ট্যান্ডবাই কাজ করছেন। এছাড়াও ৫৬০ জন কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন স্থানে দায়িত্বে রয়েছেন। বর্জ্য নিতে বাড়ি বাড়ি রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা ভ্যান নিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘সিটির ৩৩টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে বর্জ্য অপসারণ করা হচ্ছে। কোরবানি হওয়া পশু থেকে অনুমানিক ৫০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করে নগরীর নাসনিয়া ও শরেয়ারতল এলাকায় ডাম্পিং করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর