রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর কমিটির আহ্বায়ক সাজু বাসফোরকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে সভা-সমাবেশ করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে সাজু বাসফোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
আটক ওই ছাত্র ফ্রন্ট নেতার নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের জন্য জমায়েত হয়েছিল সংগঠনের নেতা-কর্মীরা। তারা সেখানে শিক্ষার্থীদের বেতন-ফি, মেস ভাড়া মওকুফ ও বিনামূল্যে করোনা পরীক্ষা এবং চিকিৎসার দাবিতে মানববন্ধন করার চেষ্টা করছিল।
এদিকে আটক সাজুকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়াসহ শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতারা।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসক্লাবের সামনে মানববন্ধন শুরুর প্রাক্কালে পুলিশ বাধা দেয়। এ বিষয় নিয়ে সাজু আন্দোলন করার গণতান্ত্রিক অধিকারের কথা বললে পুলিশ তাকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। তারা আমাদের নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার, পোস্টার কেড়ে নেয়। পুলিশের এই আচরণ নিন্দনীয়।
এব্যাপারে জানতে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
তবে থানার একটি সূত্র জানায়, পূর্ব অনুমতি ছাড়া ও সরকারি নির্দেশনা অমান্য করে করোনাকালে সভা-সমাবেশ করার চেষ্টার অভিযোগে সাজু বাসফোরকে আটক করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।