লালবাগের প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 14:25:18

ঢাকা: রাজধানীর লালবাগের আলিরঘাটে অবস্থিত প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসেরে একজন কর্মকর্তা বার্তা২৪.কমকে জানান, দেড়ঘন্টা চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার স্থানটি প্লাস্টিকের কারখানা হওয়ায় ধোঁয়া বেশি বের হয়েছে এবং আগুন দ্রুত বেড়েছে।

আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ওই এলাকাতে বস্তিও রয়েছে। সেখানে নিম্ন আয়ের অনেক মানুষ বসবাস করেন। সেখানে নষ্ট বা পরিত্যাক্ত প্লাস্টিকের বোতল এখানে জড়ো করে কাজ করা হতো বলে জানা গেছে।

স্থানটি বুড়িগঙ্গা নদীর একেবারে কিনারে। আগুন লাগার পর ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

শুরুতে ৭টি ইউনিট আগুন নেভানো শুরু করে। পরে আরও ৬টি ইউনিটসহ মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে এসে যোগ দেয়। আগুন আতংকে আশপাশের বাসিন্দরা আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা প্রতিটি ঘর তল্লাসি করে দেখছেন। 

এ সম্পর্কিত আরও খবর