রংপুরে চিকিৎসক-পুলিশসহ ২৫ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 04:24:58

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জ উপজেলায় তিন, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় একজন করে, ফায়ার সার্ভিসের দুইজন সদস্য, রমেক হাসপাতালের একজন চিকিৎসক, মেট্রোপলিটন পুলিশের এক সদস্যসহ নগরীর পাশারীপাড়া, ধাপ, সিওবাজার, বাবুখাঁ, সর্দারপাড়া ও তামপাট এলাকার একজন করে রয়েছেন।

এছাড়া গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরে চার ও গোবিন্দগঞ্জে তিনজন, কুড়িগ্রাম জেলা সদরে এক ও চিলমারীতে একজন এবং লালমনিরহাটের কালিগঞ্জের একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৫ জন, গাইবান্ধায় ৭ জন, কুড়িগ্রামে ২ জন এবং লালমনিরহাট জেলার ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

এদিকে রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫৫ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

এ সম্পর্কিত আরও খবর