ছবিতে ঈদুল আজহার আমেজ

ঢাকা, জাতীয়

ফটো ও স্টোরি - সুমন শেখ ও মেহেদী হাসান, | 2023-08-27 08:29:44

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে কোরবানীর আমেজ ও প্রস্তুতির মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা হয়েছে বার্তা২৪.কম এর ক্যামেরায়।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ছুটি। আর এই ছুটিতে বাড়ি ফিরতে ব্যস্ত শহরের ব্যস্ত কর্মজীবী মানুষেরা। অগ্রিম টিকিটের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন পেশার মানুষের ঢল নামে।

 

গরুরাজধানীর হাটে বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নদী পথে আসতে থাকে গরু ছাগল ।

কোরবানির ঈদকে সামনে রাত-দিন ঠুঠাং শব্দে ব্যস্ত কামারপাড়া। চাপাতি, রাম দা, ছুরি, চাকু ইত্যাদি বানাতে ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ।

ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি যাওয়ার জন্যে  চলে প্রানপণ যুদ্ধ। আর সেই যুদ্ধকে জয় করেই উঠতে হয় বাস, ট্রেন অথবা লঞ্চে।

রাজধানীর পশুর হাটগুলো যখন গরু, ছাগলে পরিপূর্ণ হতে থাকে তখনি ক্রেতারা ভীড় জমাতে থাকে রাজধানীর পশুর হাটগুলোতে। চলে দামদর ও বেচাকেনা।

জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকালের প্রথম জামাতে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসলমান।

 

ঈদের জামাত শেষে দেশের বেশিরভাগ স্থানেই এখন চলছে পশু কোরবানির আনুষ্ঠানিকতা।

 

ঈদের নামাজ পরে গরু কোরবানির পর তা পরিবারের সাথে মাংস কাটাকাটি ও সময় দেওয়া টাই হচ্ছে প্রকৃত পক্ষে ঈদের আনন্দ। এমনটাই বললেন রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা বিজয় রানা।

ঈদের দিন কোরবানির পর পশুর চামড়া নিয়ে প্রায় সব এলাকাতেই বাড়তি লাভের আশায় চামড়া কিনতে ব্যস্ত দেখা যায় অনেকেই।

ঢাকা সিটিকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও কোরবানির ময়লা থেকে মুক্ত রাখতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ

এ সম্পর্কিত আরও খবর