রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির ড্রাইভারসহ নতুন করে আরো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ জনে।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন।
তিনি জানান, রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলার নতুন তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তারা হলেন, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার জিপ গাড়ির ড্রাইভার (৩০), পারুল ইউনিয়নের বেলতলীর এক পুরুষ (৩৬) ও শরীফ সুন্দর গ্রামের এক বৃদ্ধ (৫৮)। গত ১৮ জুন তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ মে উপজেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো একজন। অন্যদিকে উপজেলা জুড়ে ৩৮ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ জন।