রাজশাহীতে ৭ চিকিৎসকসহ একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬৯

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-22 21:08:50

রাজশাহীতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এর মধ্যে রাজশাহী মহানগরীর ৫৯ জন, তানোর উপজেলার আটজন এবং চারঘাটের দুইজন। আক্রান্ত অন্য নয়জন নাটোর জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রামেক হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।

ডা. সাইফুল ফেরদৌস জানান, আক্রান্তদের মধ্যে হাসপাতালের সাতজন চিকিৎসক, একজন নার্স ও তিনজন স্টাফ রয়েছেন। আর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন আটজন। এছাড়া উপসর্গ নিয়ে মিশন হাসপাতালে দুইজন, পুলিশ হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছেন। শনাক্ত অন্যদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

একদিনে নতুন করে ৬৯ জন আক্রান্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৮ জন। এর মধ্যে মারা গেছেন আটজন। নাটোরে আক্রান্ত রোগী বেড়ে দাঁড়াল ১৭৮ জন।

এ সম্পর্কিত আরও খবর