চতুর্থ দিনে ৯২ স্থাপনায় এডিসের লার্ভা পেল ডিএনসিসি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:10:23

চিরুনি অভিযানের তৃতীয় দিনে ৯২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ দিন মোট ১৩ হাজার ৫৮০টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ৫৪টি ওয়ার্ডে একযোগে অভিযান চালিয়ে এমন চিত্র দেখা যায় বলে ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় অভিযান শুরু করেছে ডিএনসিসি।

এছাড়া ৮ হাজার ৪৭টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পায়। এ সময়ে ২২টি মামলায় মোট ১ লাখ ২৬ হাজার ৩১০ টাকা জরিমানা করা হয়।

চিরুনি অভিযানের প্রথম দিন গত শনিবার ৯১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। ওই দিন জরিমানা করা হয় ১ লাখ ৫৫ হাজার টাকা। পরদিন রোববার ৯৯টি স্থাপনায় লার্ভা পাওয়া যায়। এদিন জরিমানা করা হয় প্রায় ৩ লাখ টাকা। তৃতীয় দিনে ৮৫টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। জরিমানা করা হয় ২ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

গত শনিবার থেকে শুরু হওয়া চিরুনি অভিযান টানা ১০ দিন চালানো হবে। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ সম্পর্কিত আরও খবর