লাজ ফার্মায় ৫০ লাখ টাকার ওষুধ জব্দ, জরিমানা ২৫ লাখ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-13 22:42:16

মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তন, সরকার ও ওষুধ প্রশাসনের অনুমোদন না নেওয়া, লাগেজ পার্টির আমদানি করা ওষুধ বিক্রি করাসহ নানা অভিযোগে কাকরাইল লাজ ফার্মাকে ২৯ লাখ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৫০ লাখ টাকার ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকেল শুরু হওয়া অভিযান রাতে শেষ করে এসব তথ্য দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, ‘ওষুধ প্রশাসনের অনুমোদন নেই। লাগেজ পার্টির আমদানি করা ওষুধ বিক্রি। অসংখ্য মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন উদ্ধারসহ নানা অভিযোগে লাজ ফার্মার কাকরাইল শাখাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ৭৬ প্রকারের প্রায় ৫০ লাখ টাকার ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।’

মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

র‍্যাবের এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘তাদের নামের সুবিচার করতে পারেনি। প্রতারণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর