নীলফামারীতে ২৪ চীনা নাগরিকসহ করোনা আক্রান্ত ৩৮ জন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-25 04:02:15

নীলফামারীতে একদিনে উত্তরা ইপিজেডের ২৪ জন চীনা নাগরিকসহ মোট ৩৮ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় সিভিল সার্জন ডা.রণজিৎ কুমার বর্মন বার্তা২৪.কমকে এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা'র আইইডিসিআর ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জেলার উত্তরা ইপিজেডে ২৮ জন করোনা আক্রান্ত হয়েছে, তার মধ্যে ২৪ জন চীনা নাগরিক। তাদের মধ্যে, ম্যাজেন বিডি লিমিটেড কোম্পানির ১৭ জন ও এভারগ্রীন বিডি লিমিটেড কোম্পানির ৭ জন চীনা নাগরিকসহ ম্যাজেন বিডির ৩ জন ও ভেনচুরা লেদারওয়্যার কোম্পানির ১ জন কর্মচারী রয়েছে।

এছাড়াও, নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের ১ কিশোরী, বাবুপাড়ায় ১ জন, উকিলের মোড় কুখাপাড়া এলাকার ১ জন, হাসপাতাল মোড় এলাকার ১ জন, রামনগর ইউনিয়নের বাহালিপাড়া এলাকার ১ জন। জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মধ্য পশ্চিম কাঁঠালী এলাকার ১ জন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়া এলাকার ১ জন। সৈয়দপুর উপজেলার নয়াটলা মন্দির এলাকার ১ জন, পুরাতন বাবুপাড়া দাউদ ম্যানসন এলাকার ১ জন, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১ জন।

সিভিল সার্জন আরও জানান, আজ দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিদর্শক মোহসেনা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে এবং জেলার ছয় উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৩৬ জন এদের মধ্যে হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছে ৩৮১ জন।

 

এ সম্পর্কিত আরও খবর