নেত্রকোনায় স্বাস্থ্য কর্মকর্তাসহ ৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-05 11:56:04

নেত্রকোনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নতুন করে আরো ৯ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। তারা হলেন, জেলার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সদর উপজেলার ৮ জন। তবে এই ৮ জনের মধ্যে সিভিল সার্জন অফিসের একজন ক্যাশিয়ার ও একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত ৭৫৯০টি নমুনার মধ্যে ৭৫৪১টির রির্পোট পাওয়া গেছে। জেলায় মোট ৫৬৯ জন করোনা শনাক্তের মধ্যে সুস্থ ৩৭৩ ও মারা গেছেন ৫ জন।

এ সম্পর্কিত আরও খবর