করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে মাস্ক না পরে ঘোরাঘুরি করার দায়ে ৪০ জনকে ৭ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) বিকেলে তাদেরকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থানে রোববার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিন মিয়া, সাইফুল ইসলাম, রুহুল আমিন ও আশরাফুল হক। এ সময় মাস্ক না পরার দায়ে ৪০ জনকে আটক করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে একটি করে মাস্ক দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, করোনা রোধে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে।