প্রতারণার মামলায় গ্রেফতারের পর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব।
গুলশান থানার ওসি জানান, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলামকে বিকালে আদালতে নেওয়া হবে। তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেল থেকে এমডিকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার বিকালে রাজধানীর গুলশান থানায় ফয়সাল আল ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়। এই মামলায় আরও দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।