রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় বোমা সদৃশ বস্তুটি ছিল ডেটোনেটর। সেটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ডেটোনেটরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তার উপরে নিজের ব্যক্তিগত মোটরসাইকেল রাখেন একজন ট্রাফিক সার্জেন্ট। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন মোটরসাইকেলের উপরে একটা ব্যাগ ঝুলছে। তখন ওই ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এরপর সেখানে বোম ডিসপোজাল টিমকে ডাকা হয়। পরে জানা যায় সেটি ডেটোনেটর।
বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ।