নীলফামারী জেলার সৈয়দপুরে চোলাই মদ বিক্রির দায়ে মোছাঃ মুন্নী (৫০) নামে এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ঢেলাপীর উত্তরা আবসান এলাকায় ওই নারীর বাসায় (ঘর নং-৪৯/৪) অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। পরে জব্দ করা ১০ লিটার চোলাই মদ মাটিতে ফেলে নষ্ট করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম বার্তা২৪.কমকে জানান, মাদক, জুয়া, পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণ, নকল্য পণ্যের উৎপাদন রোধ, বাজার নিয়ন্ত্রনে প্রশাশন সর্বদা তৎপর রয়েছে। অভিযান অব্যহত থাকবে।