পল্লবী থানা থেকে ওজন মাপার মেশিন সাদৃশ্য বস্তু থেকে আরও দুই অবিস্ফোরিত এক্সপ্লোসিভ উদ্ধার করেছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, তবে এ ঘটনার সঙ্গে এখন পর্যন্ত ধর্মভিত্তিক জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা স্থানীয় ক্রিমিনাল গ্রুপের সদস্য।
পুলিশের এই কর্মকর্তা বলেন, একটু আগে আমরা আরও দুটি এক্সপ্লোসিভ উদ্ধার করেছি এবং সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছি। ওজন মেশিন সদৃশ্য যে বক্সটা ছিল তার মধ্যেই এই এক্সপ্লোসিভগুলো ছিল।
কৃষ্ণপদ রায় বলেন, যে সন্ত্রাসীদের কাছে থেকে এই এক্সপ্লোসিভ পাওয়া গেছে। তাদের একটি অপরাধ করার পরিকল্পনা ছিল। সে অপরাধ হতে পারে কাউকে খুন করা, কোনো সম্পত্তি সংক্রান্ত অপরাধ বা ডাকাতি ধরনের অপরাধ বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এক্সপ্লোসিভগুলো কতটা শক্তিশালী ছিল এটা আরেকটু সময় নিয়ে আমরা বলতে পারবো।
সামনে আগস্ট মাস এবং ঈদুল আজহা উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে। পুলিশ সদর দফতর থেকে যে সর্তকতা জারি করা হয়েছে সেটার সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নাই। এটা কোনো রেড অ্যালার্টের অংশ নয়।