হাতিয়ার মেঘনায় কার্গোডুবি, উদ্ধার ১১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-23 19:50:17

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচর এলাকার মেঘনা নদীতে একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতার কেটে নাবিক, সারেংসহ ১১জন যাত্রী তীরে উঠে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কার্গোর কোনো যাত্রী নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সিমেন্টের কাঁচামাল পণ্যবাহী এমভি তার্জ সেনেহা-৫ কার্গো জাহাজটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়দের থেকে দুপুর ১২টার দিকে কার্গো জাহাজ ডুবির খবর পেয়ে হাতিয়া কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু স্থানীয়রা জানায়, ঘটনার পর পরই মালবাহী কার্গো জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, হতাহতের কোনো ঘটনা না ঘটলেও জাহাজের সব মালামাল ডুবে গেছে।

এ সম্পর্কিত আরও খবর