কোম্পানীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৮

, জাতীয়

গিয়াস উদ্দিন রনি, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-27 19:55:58

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এমনকি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে এক পক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সলের সঙ্গে ছাত্রলীগ কর্মী তামিমের ফেসবুক কমেন্ট নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। পরে রাত ৮টার দিকে তামিম চরএলাহী বাজারে এলে রোহান মাহমুদ ফয়সল ও তার সঙ্গীরা তাকে মারধর করে।

এক পর্যায়ে এ ঘটনার জের ধরে চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলেকে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বারের ছেলে ইব্রাহীম কিল, ঘুষি দেয়। এর জের ধরে চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি বলেও জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর