ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 18:46:50

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

রোববার (০২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে গতকাল কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেয়া হয়।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া যাত্রাবাড়ীর মিলন মুন্সী বলেন, ‘আমরা ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করি। আজও সেভাবেই করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ একেবারেই অন্য রকম। আমাদেরও সতর্কভাবে পশু কোরবানি করতে হচ্ছে।’

কসাইয়ের কাজ করা আবুল মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদে যেভাবে কাজ করি, এবার করোনার কারণে তার চেয়ে একটু সতর্ক থাকা লাগতেছে। এমনিতেও অনেকদিন তেমন কাজ কাম আছিলো না। গতকালকে কোরবানির তিনটা গরু জবাই করে মাংস প্রস্তুত করেছি। আজকেও তা করছি।’

এ সম্পর্কিত আরও খবর