তপ্ত দুপুরে কাপ্তাইয়ের জেটিঘাট

বিবিধ, ফটো-গ্যালারি

মাজেদুল নয়ন, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:30:55

কাপ্তাই (রাঙামাটি) থেকে: বেলা যত গড়ায় এখানে রোদের তেজ ততটাই তপ্ত হয়ে ওঠে। ট্রলার এসে ভেড়ে কাপ্তাইয়ের জেটিঘাটে। শুধু রাঙামাটি নয়, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ত বাজার কাপ্তাইয়ের এই জেটিঘাট।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ট্রলার এসে ভেড়ে কাপ্তাই জেটিঘাটে। নৌকাতে কলা, আনারস বোঝাই করে দূর-দূরান্তে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

এই বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পাহাড়ি এবং বাঙালি, উভয় জাতির মানুষেরই মিশ্রন ঘটেছে।

দুপুরের কাঠফাটা রোদে দরদর করে ঘামছেন বাজারের মানুষ। একটু ছায়া পেতে পলিথিন বা কাঁপড় টানিয়ে রেখেছেন বিক্রেতারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555754239810.jpg

এটা যেমন পাইকারি বাজার, তেমনি খুচরা বাজারও। সকালের মাছ এরই মধ্যে শেষ। বিকেলের দিকে আসে সকালের ধরা মাছ। এখানে অনেক বিক্রেতার দেখা মিলবে, যারা নিজেদের জমি বা গাছের পণ্যই এখানে নিয়ে এসেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555754213018.jpg

কী নেই এই বাজারে? ভেষজ ওষুধের দোকান, ইমিটেশনের অলংকার, কাঁচা হলুদ, হাড়ি-পাতিল, কাঁপড় সবই রয়েছে। তবে কলার বাজার অনেক বড় এখানে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555754280958.jpg

দা-বটি, প্লাস্টিকের তৈজসপত্র, বাঁশ, এমনকি গ্রহরত্নের বিক্রিও হয় এখানে। তপ্ত দুপুরেও দেখা যায় জিলাপি বিক্রি হচ্ছে। বাজার সরগরম ক্রেতা বিক্রেতায়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/20/1555754578862.jpg

মহলছড়ি থেকে এখানে বাজারে এসেছেন ব্যবসায়ী মোতালেব৷ বার্তা২৪.কমকে তিনি বলেন, পাহাড়ে গরম অনেক বেশি হয়। এখানকার মানুষ গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে। এই বাজারের থেকে মসলা কিনে নিয়ে মহলছড়িতে বিক্রি করেন। জলপথ এবং স্থলপথ, দুই ধরনের পরিবহনের সুবিধা থাকায় কাপ্তাই বাজার এখানে সবচেয়ে জমজমাট বাজার।

বরকল থেকে কাপ্তাই বাজারে কলা বিক্রি করতে এসেছেন নিহীত চাকমা। তিনি বলেন, এই বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা বেশি থাকে। আর বরকল থেকে ট্রলারে আসতেও বেশি সময় লাগে না।

এ সম্পর্কিত আরও খবর