রাজধানীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

  • সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে টানা বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে

রাজধানীতে টানা বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে

বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। কখনো বৃষ্টির তীব্রতা বাড়ছে আবার কখনো কমছে। কিন্তু এরই মধ্যে রাজধানী হয়ে পড়েছে জলাবদ্ধ। এর ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

দোকানের সামনে প্রায় হাঁটুপানি জমে আছে

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়ক তো বটেই, বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে আছে। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন
কলা গাছের ভেলা দিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী

রাজধানীর বিভিন্ন সড়কে পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হতেও দেখা গেছে।

যানবাহন পানির মধ্যে চলতে গিয়ে বিকল হয়ে রাস্তার মাঝে আটকে আছে

ঢাকায় অনেকের বসতঘরে বর্জ্যমিশ্রিত পানি ঢুকে পড়েছে ।

সাইকেল চালাতে গিয়ে জমে থাকা পানিতে পড়ে গেছে এক শিশু

বিশেষ করে এমন চিত্র দেখা যায় রাজধানীর মুগদা, মান্ডা, কদমতলা সহ বিভিন্ন এলাকায়।

বৃষ্টিতে রাস্তাজুড়ে নর্দমার পানি