স্বল্প মূল্যের ‘সামাজিক বাজার’



সুমন শেখ, ফটো স্টোরি, বার্তা২৪.কম
স্বল্প মূল্যের ‘সামাজিক বাজার’/ছবি: সুমন শেখ

স্বল্প মূল্যের ‘সামাজিক বাজার’/ছবি: সুমন শেখ

  • Font increase
  • Font Decrease

করোনা মহামারির কারণে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে সব শ্রেণির মানুষ। এমন সময়ে অনেকেরই ঘরে দৈনন্দিন বাজার হয় না।

আবার অনেকেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে করতে পারেন না চাহিদা মতো বাজার।

নিম্ন আয়ের মানুষদের জন্য এক ব্যতিক্রমী বাজার হলো ‘সামাজিক বাজার’
এই বাজারের উদ্যোক্তা কদমতলার কিছু তরুণদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের কদমতলা’
আলু, পটল, বেগুন, চিচিঙ্গাসহ প্রায় সব ধরণের মৌসুমী সবজি বিক্রি হয় এখানে
কদমতলা স্কুল মাঠে সকাল নয়টা থেকে এই বাজার শুরু হয়ে চলে পণ্য শেষ না হওয়া পর্যন্ত
   

অবিরাম বৃষ্টিতে ঘরবন্দী কুড়িগ্রামের জনজীবন



কল্লোল রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বৃষ্টিতে ঘরবন্দী মানুষ। আশা নিয়ে বের হলেও আয়ের মুখ দেখছেন না দিনমজুররা

বৃষ্টিতে ঘরবন্দী মানুষ। আশা নিয়ে বের হলেও আয়ের মুখ দেখছেন না দিনমজুররা

  • Font increase
  • Font Decrease
বৃষ্টিতে থেমে নেয় ভিক্ষুক দুলালের জীবন। ছাতা মাথায় বেরিয়ে পড়েছেন নিজের ভাঙ্গা ভ্যান নিয়ে। চিলমারি বাজার: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম

 

রাস্তাঘাটে জমেছে পানি, সবাই ঘর বন্দী হলেও ঘরে বসে থাকতে পারছেন না দিনমজুররা। কলেজ মোড়, কুড়িগ্রাম: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম

 

কুড়িগ্রামে প্রচলিত দুই চাকার ঘোড়ার গাড়ি। বৃষ্টিস্নাত চিলমারীর জোড়গাছ সড়ক: ২৪ সেপ্টেম্বর
ছবি: বার্তা২৪.কম