মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার দিন। বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশের দিন।
বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে মহান মে দিবস। বাংলাদেশজুড়ে বিভিন্নভাবে শোভাযাত্রা, আলোচনাসভা আর অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই মহান দিনটি।
মানববন্ধনের পাশাপাশি মিছিলও বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন।
শ্রমিকদের মিছিলে অনেকেই নিয়ে আসেন তাদের ছোট্ট সন্তানকেও।
মে দিবসে শ্রমিক-মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রয়োজনীয়তা অনুধাবন করে এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি।’
মহান এ দিনটি মাঠে, ঘাটে,কলকারখানার খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। তবুও মে দিবসেও বাংলাদেশে থেমে নেই শ্রমিকের কাজ। রাজধানীর অনেক জায়গাতেই দেখা মিলে এমন দৃশ্য।শ্রমিক দিবসে দিব্যি কাজ করছেন জামদানি শিল্প নগরীর শ্রমিকেরাও। এমনটাই দেখা মেলে রুপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় গ্রামে।
মাথার ঘাম পায়ে ফেলে দেশকে যারা সামনের দিকে নিচ্ছেন তারাই অধিকার বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।
১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অনেক মানুষ। তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা।