ঈদের দিন নামাজের আগেই রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই বৃষ্টিতে বিভিন্ন সড়কে সৃষ্ট হয় জলাবদ্ধতা। যার ফলে রাজধানীর অনেক সড়কে পানি জমে যায়।
তীব্র গরমে বৃষ্টি কিছুটা শান্তি আনলেও অস্বস্তিতে ফেলেছে জলাবদ্ধতা। বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ সড়ক।
ফাঁকা ঢাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পরিবহনে সময় কম লাগলেও বৃষ্টির বাধার মুখে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর।
ঈদের দিন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও বৃষ্টির কারণে বেশ দুর্ভোগে পোহাতে হয় নগরবাসীকে।
রাস্তায় পানি জমে থাকার কারণে গাড়ি আসলেই গায়ে ছিটে আসছে ময়লা পানি।
রাস্তায় জমে থাকা পানির কারণে কিছু জায়গায় যানবাহন বিকল হয়ে পড়ে।
দুই ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়কে সৃষ্ট হয় জলাবদ্ধতা।