রিকশাচালকদের ২য় দিনের অবরোধে রাজধানীর চিত্র

বিবিধ, ফটো-গ্যালারি

সুমন শেখ, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 09:45:32

রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন রিকশা চালকরা।

অবৈধ রিকশা উচ্ছেদ ও রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে বৃহত্তর ঢাকা রিকশা-ভ্যান মালিক সমিতি।

 

সকাল থেকেই রাজধানীর মানিকনগর, মুগদা, সবুজবাগ, বাসাবো এলাকায় রিকশা চালকদের অবরোধের চিহ্ন দেখা যায়।

 

ছোট বড় কোনো গাড়ি চলতে দিচ্ছে না অন্দোলনরত রিকশাচালকরা।

 

রাস্তায় যেন গাড়ি চলাচল করতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের পাইপ ফেলে রাখা হয়।

 

অবরোধকে কেন্দ্র করে রাজধানী যেন জ্যামের শহরে পরিণত হয়েছে।

 

কেউ রিকশা নিয়ে বের হলে অবরোধকারীরা সেই রিকশার চাকার হাওয়া ছেড়ে দিতে মরিয়া হয়ে পড়েন।

 

রেলপথ স্বচল থাকলেও অবরোধের কারণে দুর্ভোগ নেমে আসে রাজধানীর জনপথে।

 

অবরোধের জন্য ফাঁকা রাস্তা পেয়ে ক্রিকেট খেলায় ব্যস্ত হয়ে পড়ে কিছু স্কুল পড়ুয়া ছাত্ররা।

 

অবরোধের কারণে গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে শহরে থাকা সাধারণ জনগণদের।

 

বিকেলের দিকে স্বাভাবিক হতে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক।

এ সম্পর্কিত আরও খবর