হাসপাতাল থেকে কারাগারে খালেদা জিয়া

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 12:31:33

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল আছে। যে সব পরীক্ষা করা হয়েছিল সেগুলো বেশ ভালো পাওয়া গেছে। এছাড়া সিটিস্কান রিপোর্টেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।’

‘তাঁর যে আর্থ্রাইটিস রোগ রয়েছে সেটির চিকিৎসা চলবে। মেডিকেল বোর্ড যদি মনে করে, তাঁর ফিজিও থেরাপি দেওয়া প্রয়োজন, তখন তারা দেবেন।’

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসকদের ছাড়পত্র ছাড়াই কারাগারে নেওয়া হচ্ছে।’

এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘ছাড়পত্র ছাড়া কি কেউ যেতে পারে? তাঁকে চিকিৎসকদের ছাড়পত্র দিয়েই কারাগারে নেওয়া হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর