ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপিসহ নিবন্ধিত ৮ দল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 09:22:55

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত আটটি দল নিয়ে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনকে (ইসি) এক চিঠির মাধ্যমে এ তথ্য জানান বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিজন কান্তি সরকার ও শায়রুল কবির খান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

দলগুলো হলো বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিজন কান্তি সরকার বার্তা২৪.কমকে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, আজকের মধ্যে জোটভুক্ত দলের তথ্য জানাতে হবে। তাই আমরা সেই তথ্য জানাতে এসেছি। বিএনপির নেতৃত্বে আটটি নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।


প্রতীকের বিষয়টি জানানোর পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি করেছে জাতীয় ঐক্যফন্ট।। এবিষয়ে বিএনপিরে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

 

এ সম্পর্কিত আরও খবর