ইসি'র ব্যবস্থাপনায় বিএনপির উপর হামলা: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:08:12

নির্বাচন কমিশনের (ইসি) প্রত্যক্ষ ব্যবস্থাপনায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে নেতা-কর্মীদের উপর পুলিশ আকস্মিক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ নভেম্বর) বিকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শান্তিপূর্ণভাবে হাজারো নেতাকর্মী আগের তিন দিন মনোনয়নপত্র গ্রহণ করেছে। কিন্তু আজকে (বুধবার) হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ল। কেন? জাতীয়তাবাদী শক্তির এই উপস্থিতি সরকার সহ্য করতে পারেনি। মানুষের প্রবল স্রোতে সরকারের বুকে ধড়ফড়ানি শুরু হয়ে গেছে, হৃদকম্পন সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। শুধু লাঠিচার্জ নয়, নির্বিচারে গুলি করে বিএনপি’র ৫০ এর বেশি নেতা-কর্মীকে আহত করেছে পুলিশ। কারো মাথায় গুলি লেগেছে কারো কানে গুলি লেগেছে কারো কোমরে গুলি লেগেছে কারো পেটে গুলি লেগেছে।’

নির্বাচন কমিশন সরকারের দুষ্কর্মের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের উপর এ হামলার জন্য দায়ী প্রধান নির্বাচন কমিশনার, তার কতিপয় কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব।

তিনি বলেন, ‘গত ৪-৫ দিন আওয়ামী লীগ অফিসের আশপাশ দিয়ে মনোনয়নপত্র নেওয়া উপলক্ষে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিলো। প্রতিদিন ওদের ওখানে সংঘাত-সংঘর্ষ লেগে থাকত। এর জেরে আদাবরে দুই জন মারা গেছে। তখন নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা নিলেন না। তখন তিনি বললেন না নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে।’

বিএনপির এ নেতা জানান, বুধবার ২৭৭ জন দলীয় মনোনয়নপত্র ক্রয় ও ৩৩৭ জন জমা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর