গোয়েন্দা পুলিশের হুমকির অভিযোগ বিএনপির

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:14:22

বিরোধীদলের সমর্থকদের তালিকা তৈরি করে নির্বাচনী কার্যক্রমে অংশ না নিতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। 

তিনি বলেন, 'স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কারা সরকারি দলের সমর্থক, কারা বিরোধী দলের সমর্থক, তাদের তালিকা তৈরি করছে। এমনকি বিরোধীমতের সমর্থক হলে তাদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে- আপনারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।'

গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোবাইল ফোনেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান রিজভী। তিনি বলেন, ‘এ নিয়ে দেশজুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

রিজভী বলেন, ‘বিএনপি'র কোনো লোক নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছে কিনা তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য পুলিশ ও গোয়েন্দা পুলিশ তালিকা তৈরি করছে। পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে আবারও 'ফেনী মার্কা' নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিটিভিসহ বেসরকারি টেলিভিশনকে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। বিটিভি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হলেও তফসিল ঘোষণার পরও আওয়ামী লীগের পক্ষে একচেটিয়াভাবে প্রচারণা চালানো হচ্ছে। যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘনই নয়, ক্ষমতাসীনদের পক্ষে নগ্ন দালালির নামান্তর।’

তার নামে কোনো ফেসবুক একাউন্ট নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘আমার নামে ফেসবুকে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমার নামে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য শরিফুল আলম, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর