বিএনপির ১১ দিনের কর্মসূচি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:07:07

গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ঊর্ধগতির প্রতিবাদে ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত টিসিবি'র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) এর পণ্য বৃদ্ধির দাবিতে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি : ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর / মহানগরে বিক্ষোভ সমাবেশ। ২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। ৫ মার্চ সারা দেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। ৬ মার্চ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ৮ মার্চ জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ৯ মার্চ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ১০ মার্চ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ১২ মার্চ বিএনপি’র উদ্যোগে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে হাট সভা / পথ সভা ও লিফলেট বিতরণ। ১৪ মার্চ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ১৫ মার্চ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ।

এ সময় সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সরিক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সম্পর্কিত আরও খবর