বরিশাল, রাজশাহী ও রংপুরে ধানের শীষ পেলেন যারা

বিএনপি, রাজনীতি

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-26 08:50:21

একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রথম দিন বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।

সোমবার (২৬ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের এ চিঠি দেওয়া শুরু করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়নপত্র দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

পরে নিচের তিন বিভাগের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।

বরিশাল বিভাগ

বরিশাল ১ :  জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান, বরিশাল-২  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল, বরিশাল-৩ : জয়নুল আবেদীন, সেলিমা রহমান, বরিশাল-৪ : মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার, এমাদুল হক চাঁন, বরিশাল-৬ : আবুল হোসেন খান, রশিদ খান, বরগুনা- ১ : মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২: নুরুল ইসলাম মনি, পটুয়াখালী- ১ : আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ : সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার, সালমা আলম, পটুয়াখালী-৩ হাসান মামুন, মো. শাহজাহান, পটুয়াখালী-৪ : এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির, ভোলা-২: হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ : হাফিজউদ্দিন আহমেদ, কামাল হোসেন, ভোলা-৪ : নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম, ঝালকাঠি -১ : শাহজাহান ওমর, ঝালকাঠি-২ : রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান, পিরোজপুর-৩ : রুহুল আমিন দুলাল, শাহজাহান মিয়া, পিরোজপুর-১ ও ভোলা-১ এই দুইটি আসন ২০ দলীয় জোটের প্রার্থীদের ছেড়ে দেয়া হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর-১: মোশাররফ হোসেন সুজন, রংপুর-২: ওয়াহিদুজ্জামান মামুন, মোজাফফর আলী, রংপুর-৩: রিটা রহমান (পিপিবি), মোজাফফর আহমদ, রংপুর-৪: এমদাদুল হক ভরসা, রংপুর-৫: সোলায়মান আলম, ডা. মমতাজ, রংপুর-৬: সাইফুল ইসলাম, পঞ্চগড়-১: নওশাদ জমির, তৌহিদুল ইসলাম, পঞ্চগড়-২: জাহিদুর রহমান, ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২:  মো. আবদুস সালাম, জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান, জিয়াউল ইসলাম জিয়া, দিনাজপুর-১: মঞ্জুরুল ইসলাম, মামুনুর রশিদ চৌধুরী দিনাজপুর-২: সাদিক রিয়াজ, দিনাজপুর-৩: জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪: আক্তারুজ্জামান মিয়া, হাফিজুর রহমান সরকার, দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক, এস এস জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬: মো. লুৎফুর রহমান, সাহিদুল ইসলাম শাহীন, নীলফামারী-১: রফিকুল ইসলাম, ন্যান্সি রহমান কবির, নীলফামারী-২: শামসুজ্জামান জামাল, কাজী আক্তার জামান, নীলফামরী-৩: ফাহমিদা ফয়সাল কমেট চৌধুরী, লালমনিরহাট-২: সালাউদ্দিন হেলাল, লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু,  কুড়িগ্রাম-১: মো. সাইফুর রহমান রানা ও তার স্ত্রী শামিমা রহমান আপন, কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ, আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম, আবদুল খালেক, কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান, মোখলেছুর রহমান

রাজশাহী বিভাগ

রাজশাহী-১: আমিনুল হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, সাঈদ হাসান, রাজশাহী-৩: মতিউর রহমান মন্টু, শফিকুল হক মিলন, রাজশাহী-৪: আবু হেনা, মো. আবদুল গফুর, রাজশাহী-৫: নাদিম মোস্তফা, নজরুল মণ্ডল, রাজশাহী-৬: আবু সাঈদ চাঁন, নুরুজ্জামান খান মানিক, জয়পুরহাট-১: ফয়সাল আলিম, জয়পুরহাট-২: ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বগুড়া-১: মো. শোকরানা, বগুড়া-৪: ডা. জিয়াউল হক মোল্লা, বগুড়া-৫: জি এম সিরাজ, বগুড়া-৬: খালেদা জিয়া, বগুড়া-৭: খালেদা জিয়া, চাঁপাইনবাবগঞ্জ-১: মো. শাহজাহান মিয়া, বেলাল বাকী, চাঁপাইনবাবগঞ্জ-২: আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ, হারুনুর রশীদ, নওগাঁ-১: সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা, নওগাঁ-২: শামসুজ্জামান খান, খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩: রবিউল আলম বুলেট, পারভেজ আরেফীন সিদ্দিকী জনি, নওগাঁ-৪: শামসুল আলম প্রামানিক, একরামুল বারী টিটো , নওগাঁ-৫: জাহিদুল ইসলাম, নজমুল হক সনি, নওগাঁ-৬: আলমগীর কবির, শেখ রেজাউল ইসলাম, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, অধ্যক্ষ কামরুন নাহার শিরীন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, রোমানা মাহমুদ,  সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সম্পর্কিত আরও খবর