বগুড়ায় বিএনপি-আ.লীগ সংর্ঘষে আহত ২০

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-24 06:12:31

বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী সংর্ঘষে দুই পক্ষের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু’পক্ষকেই লাঠিচার্জ করে ব্যর্থ হয়। একপর্যায় টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে। সংর্ঘষের পর একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (২৯ মে) বেলা ১২টার দিকে গাবতলী পৌর এলাকার পুর্বপাড়া থেকে সংর্ঘষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে গাবতলীর বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন দুইদিন আগে। এর প্রতিবাদে গাবতলী উপজেলা আওয়ামী লীগ রোববার বিক্ষোভ সমাবেশ আহবান করেন। বেলা ১২ টায়  উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি তিনমাথা মোড় পার হয়ে গাবতলী পুর্বপাড়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটনের বাড়ির সামনে পৌঁছে। এ সময় মোর্শেদ মিলটনের বাড়িতে অবস্থানরত শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে গাবতলী থানার সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। আধাঘণ্টা ব্যাপী সংর্ঘষে দুইপক্ষের কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়।

বিএনপির একটি সূত্র জানায়, আওয়ামী লীগের পুর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকে বিএনপির সভাপতি মোর্শেদ মিলটনের বাড়িতে হামলা হতে পারে এমন আশংকায় রোববার সকাল থেকেই বিএনপির শতাধিক নেতাকর্মী মোর্শেদ মিলটনের বাড়িতে অবস্থান করছিলেন।

সংর্ঘষ চলাকালে পুলিশ অবস্থান নিয়ে দুইপক্ষকে নিবৃত করেন। এর কিছুক্ষণ পর গাবতলী পশ্চিম পাড়ায় পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে আওয়ামী লীগ অফিসের পিছন থেকে হামলা করে। এ সময় আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলার পাল্টা জবাব দিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় আবারো সংর্ঘষ। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে হামলা করে এবং অগ্নিসংযোগ করে। 

পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংর্ঘষে গুরুতর আহতরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সুমন, মৎস্যজীবী লীগের লেমন, শ্রমিক লীগের মানিক সরকার, সাইফুল ইসলাম, যুবলীগের মনির ইসলাম, যুবদল নেতা হারুনার রশিদ, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম, জালাল, সোহাগ, আলিম জুয়েল আহম্মেদ। তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর