ইসির সিদ্ধান্তের অপেক্ষায় খালেদার আইনজীবীরা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:50:51

ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি’র প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের বিষয়ে ইসির শুনানির শেষে ফলাফলের অপেক্ষা আছেন তার আইনজীবীরা।

শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের ১০ তলায় অবস্থিত অস্থায়ী এজলাসে খালেদা জিয়ার করা আপিল নং ২৮৫ তে ফেনী-১, ৪৪১-তে বগুড়া-৬ ও ৪৭৯-তে বগুড়া-৭ আসনের শুনানি শেষে বিকাল ৫টায় সিদ্ধান্ত  জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়ার মনোনয়ন রিটার্নিং অফিসার আরপিও-১২ এক এর ঘ অনুসারে বাদ দিয়েছেন। যে কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে; সেটি সঠিক হয়নি। বেআইনিভাবে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। সে কারণে আপিলে আইনের বিস্তারিত দিকগুলো তুলে ধরেছি এবং কমিশন আমাদের যুক্তিতর্ক মনোযোগ সহকারে শুনেছেন। তবে কমিশন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। তারা বলেছেন বিকাল ৫টায় এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’

তিনি বলেন, ‘একাদশ নির্বাচনে খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন থেকে দূরে রাখা সম্ভব হবে না। তাছাড়া আইনগতভাবে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি নির্বাচন কমিশন সঠিক বিচার বিশ্লেষণ করে বিকেল ৫টায় আইনগত আদেশ দেবেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা ও বাতিল করবেন। আশা করি খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

এ সম্পর্কিত আরও খবর