আইজিপি সহযোগিতার আশ্বাস দিয়েছেন: বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 19:46:34

একাদশ সংসদ নির্বাচনে আগামী ১৮ দিন বিএনপি-ঐক্যফ্রন্ট যেন কোনো বাধা-বিপত্তি ছাড়া নির্বাচনী প্রচারণা চালাতে পারে এবং নেতা-কর্মীদের গ্রেফতার না করার ব্যাপারে আইজিপি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠক করেন বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, 'বিভিন্ন জায়গায় আমাদের প্রচারণায় বাধা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ব্লক রেড করে আমাদের হয়রানি এবং গ্রেফতার করা হচ্ছে সারা বাংলাদেশে। গ্রেফতার করার পরে তাদের জামিন দেওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন যেটার মাধ্যমে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। খালেদা জিয়াকে মুক্ত করা।'

বৈঠকে কি কথা হয়েছিল সাংবাদিকদের এমন এক প্রশ্নে তিনি বলেন, 'আমাদের কথা ছিল, নির্বাচনের মাত্র ১৮ দিন আছে, এই ১৮ দিন অন্তত আমাদেরকে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে শান্তি মত কাজ করতে দেওয়া হোক। আমাদের নেতা-কর্মীদের মাঠে থাকতে দেওয়া হোক এবং আমরা যেন কেন্দ্রে এজেন্ট দিয়ে ফেয়ার নির্বাচন করতে পারি এটা ছিল আমাদের মূলত বক্তব্য। এই যে ১৮ দিন আছে এই সময়ে কোনো রকম গ্রেফতার যেন না করা হয়। এতে উনারা বলেছেন চেষ্টা করবেন। সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।'

এই বক্তব্যের প্রেক্ষিতে আইজিপি কি বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আইজিপি সাহেব বলেছেন, এরকম দু-একটি ঘটনা ঘটেছে, আমরা ভেবেছিলাম এরকম হবে না। এখন থেকে আমরা চেষ্টা করবো অন্তত আপনারা সুন্দর মতো নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। এটা তিনি কথা দিয়েছেন, আমাদের সহযোগিতা করবেন।'

এতে আপনারা আশ্বস্ত হয়েছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমাদের তো কোনো উপায় নাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এই নির্বাচনে থাকবো। আশা করছি আমরা পুলিশের সহযোগিতা পাবো।'

এছাড়া বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আলম চৌধুরী, বিজন কান্তি সরকার, এম এ কাইউম, ভাইস চেয়ারম্যান মেজর (অব) কামরুল ইসলাম, সাবেক সচিব এম ইব্রাহিম হোসেন।

এ সম্পর্কিত আরও খবর