বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:50:32

গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৩ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা মহানগর উত্তরসহ ১৯ জেলা এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

সরকার পদত্যাগের 'এক দফা এক দাবি', 'দফা এক দাবি এক' এই স্লোগান তুলে মির্জা ফখরুল বলেন, এই দাবিতে আমাদের এই কর্মসূচি হবে।

তিনি বলেন, আমাদের এই আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। আমাদের এই আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ১০ দফা দাবি আদায় ও গ্রেফতার, মিথ্যা মামলা, গায়েবি মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

এ সম্পর্কিত আরও খবর