সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ দুপুরে। এদিকে ভোরের আলো ফুটতেই জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থল। অলিগলিতে অপেক্ষমান আরও লক্ষাধিক নেতাকর্মী।
শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে চারিদিক থেকে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দিতে থাকেন নানা স্লোগান।
শুক্রবার রাত থেকে সমাবেশ ঘিরে সারাদেশ থেকে নেতাকর্মী আসতে থাকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আজ দুপুর ২টায় বিএনপির এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা আছে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন। এই সমাবেশ থেকে সরকার পতনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ, ২৭ অক্টোবর দিবাগত রাতে ২০টি শর্তে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।