গাজীপুরে অবরোধের দ্বিতীয় দিনে রেললাইনে আগুন

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-11-01 20:44:47

গাজীপুরে বিএনপির ঘোষিত অবরোধের দ্বিতীয় দিনে রেললাইনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধায় জেলার কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর পাচলক্ষী এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। 

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ের নিরাপত্তা কর্মীরা জানান, বুধবার বিকেলে ঢাকা থেকে উত্তরাঞ্চলের রেল সড়কে বক্তারপুর পাঁচলক্ষী এলাকার রেললাইনে হঠাৎ দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পাশের গজারি বনে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, রেলওয়ে পাকশী অঞ্চলের ডিআরএম শাহ সুফি নুর মোহাম্মদ, রেলওয়ে পাকশী অঞ্চলের কমান্ডেন্ট মোরশেদ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দুষ্কৃতিকারীরা রেল লাইনের উপরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে। তাদের ব্যাপারে খোজখবর নেয়া হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও খবর