টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের মধ্যেও বিক্ষিপ্ত ভাবে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মহাসড়কে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে বিএনপির ১২ জন নেতাকর্মীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার কারণে বৃহস্পতিবার (২ নভেম্বর)দুপুরের পর মহাসড়ক ছেড়ে চলে যায় বিএনপির নেতাকর্মীরা। মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০ টার দিকে বগুড়া শহরতলীর তেলীপুকুর এলাকায় যুবদলের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় যুবদলের নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করে পালটা জবাব দিলেও তার ১০ মিনিটের মধ্যে ছত্র ভঙ্গ হয়ে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরতলীর বারপুর এলাকায় একটি খালি ট্রাকে আগুন দেয় পিকেটাররা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করে। এর আগে বুধবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আরও ৭ নেতাকর্মীকে আটক করে।
আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকা তিন প্লাটুন বিজিবি সদস্যরা মহাসড়কে যানবাহন চলাচলে সহযোগিতা করে। বিজিবি সদস্যরা জানান ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া জেলার ৬৮ কিলোমিটার সড়কে গত তিন দিনে প্রায় তিন হাজার যানবাহন চলাচলে সহযোগিতা করেছে বিজিবি সদস্যরা।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বলেন, ‘মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে।’