প্রধান বিচারপতির বাস ভবনে ভাংচুরসহ নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের ইন্সপেক্টর (নিরস্ত্র) রফিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে আবেদন করেছিলেন।
এ সময় আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
অ্যাডভোকেট মেজবাহ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।