ধানমন্ডিতে আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-09 17:48:14

বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচিতে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে ধানমন্ডি ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে ধানমন্ডি ১৫ নং বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা অবস্থান করছেন।

উপস্থিত নেতাকর্মীরা বার্তা২৪.কমকে জানান, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আগুন সন্ত্রাস করে দেশের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চায়। তারা আগামী দ্বাদশ নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। আমরা রাজপথে আছি, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে।

এসময় উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড সভাপতি খায়রুল মজিদ ভূঁইয়া কবির, সাধারণ সম্পাদক মজিবুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল চৌধুরী পলাশ, ক্রীড়া সম্পাদক ফিরোজ আহমেদ বাবুল, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল, ১ নং ইউনিট সভাপতি কাজী মঞ্জুরুল আলম অশ্রু, ৪ নং ইউনিট সভাপতি মো: আলীম আল রাজী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুরাইয়া চৌধুরী তুহিন, ধানমন্ডি ছাত্রলীগ সহ-সভাপতি অর্নব সাহা বাপ্পি, আসিফ আহমেদ শ্রাবন, মাসুম হোসেন, তাহজিব করিম, হাফিজুক হক খান শুভ্র, ফরহাদ হোসেন সহ ধানমন্ডি আওয়ীমী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের দাবি আদায়ে তৃতীয় দফায় বিএনপির দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আজ শেষ দিন। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করছে।

এ সম্পর্কিত আরও খবর