‘গত দেড় দশকে রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-17 18:53:14

খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের মধ্য দিয়ে গত দেড় দশকে রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেড় দশকের রাজনৈতিক সংকট চূড়ান্ত রূপ নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের খুঁজে বের করার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলকে দমনের চেষ্টা চলছে। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। কোথাও কোথাও হামলার ঘটনাও ঘটছে।

দেশ এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে অভিযোগ করে রিজভী বলেন, চারদিকে শুধু অধিকার বঞ্চিত মানুষের করুন আর্তনাদ, হাহাকার আর বেদনাবিধুর উপাখ্যান। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে। সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার ‘গ্যারান্টিপত্র’ আদায় করা হয়েছে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আটটি মামলায় বিএনপির ৩৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় আসামি হয়েছে এক হাজারের ওপরে।

 

এ সম্পর্কিত আরও খবর