অবরোধে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ফেনী | 2023-12-03 16:16:44

বিএনপির ডাকা ৯ম দফার অবরোধ কর্মসূচির প্রথমদিনে ফেনীতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন ও তাকিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে কয়েকজন এসে হঠাৎ সেন্ট্রাল হাই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইমা গাড়ি, একটি পিকআপ ও তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এতে চালকসহ ১০ জনের মতো আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শহরের তাকিয়া রোডে অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবরে পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর