‘কাম গরিবু যিবা, ভোট পাইব্যুদে ইবা’

আওয়ামী লীগ, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2023-12-27 18:50:08

সংঘাত-সহিংসতা নয়, নির্বাচন সৎ, যোগ্য নেতা বাছাইয়ের মহোৎসব হোক বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি চট্টগ্রামের ভাষায় বলেন, ‘আঁরার স্লোগান হলো, ‘কাম গরিবু যিবা, ভোট পাইব্যুদে ইবা’ (আমাদের স্লোগান হলো কাজ করবেন যিনি ভোটও পাবেন তিনি)।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজের আগে এই বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের এই সহসভাপতি। তবে নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠনের ব্যানারে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

খোরশেদ আলম সুজন বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নাগরিক সংকট নিরসনে নাগরিক উদ্যোগ সোচ্চার ভূমিকা পালন করে আসছে। লাখো নগরবাসীর জন্য সীমাহীন দুর্ভোগ বয়ে আনা জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়ক যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখা, হজযাত্রীদের ভোগান্তি বন্ধ, ওয়াসাসহ বিভিন্ন সরকারি সংস্থায় গ্রাহক হয়রানি বন্ধ, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু-লুটেরা মুনাফাখোর গোষ্ঠীর দৌরাত্ম্য মোকাবেলা, রেল ও বিমান যাত্রীদের নানা সুযোগ-সুবিধা আদায়, খেলার মাঠ দখল, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচির বিড়ম্বনা থেকে মুক্ত রাখাসহ নানা ইস্যুতে নাগরিক উদ্যোগের ভূমিকা আপনারা লক্ষ্য করে আসছেন। এরই ধারাবাহিকতায় আমরা আপনাদের বলতে চাই যে, নাগরিক সংকট নিয়ে কাজ করলেও আমরা রাষ্ট্র এবং সমাজেরই অংশ, দূরের কেউ নই। সুতরাং দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনেও আমরা আমাদের মতামত অকুন্ঠভাবে তুলে ধরতে চাই।’

সবাইকে দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে খোরশেদ আলম সুজন বলেন, ‘আমাদের অনুরোধ, সবাই দলে দলে ভোটকেন্দ্রে যান, নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করুন এবং সৎ, যোগ্য এবং ভালো মানুষকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা শতভাগ সত্য। তারপরও নাগরিকদের অনেক সমস্যা-অসুবিধা আছে। দেখা গেছে, অনেকে নির্বাচিত হওয়ার পর আর জনগণের খোঁজ-খবরই রাখেননি বা সরকার যে বরাদ্দ দিয়েছে সেটা ঠিকভাবে ব্যবহারও করেননি। দেখা যাচ্ছে, এমন অনেকেই আবারও প্রার্থী হয়ে এসে জনগণের কাছে ভোট চাচ্ছে।’

ভোটারদের সস্তা প্রলোভনে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী কোনো প্রার্থী নেই। এ অবস্থায় যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েও জনগণের জন্য কাজ করেননি, জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখেননি, তাদের যেন সবাই প্রত্যাখান করেন। সৎ, যোগ্য ও ভালো মানুষকে নির্বাচিত করার ক্ষেত্রে আমরা নাগরিকরা যাতে কোনো ভুল না করি।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, নুরুল কবির, মোরশেদ আলম, মো. সেলিম, জাহেদ আহমদ চৌধুরী, ডা. অঞ্জন কুমার দাশ, অনির্বাণ দাশ বাবু, সমীর মহাজন লিটন, মো. বাবলু, ফেরদৌস মাহমুদ আলমগীর, রকিবুল আলম সাজ্জি, আব্দুর রহিম জিল্লু, পাভেল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মনিরুল হক মুন্না প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর