প্রধানমন্ত্রীর দিল্লি সফর দেশের সংকটকে আরো ঘনীভূত করেছে: সাইফুল হক

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-03 16:26:41

প্রধানমন্ত্রীর দিল্লি সফর দেশের সংকটকে আরো বেশি ঘনীভূত করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বুধবার (৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ইসলামি আন্দোলন আয়োজিত জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপে তিনি একথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, বর্ডারে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে এমন চিত্র নেই। আপনি ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, এটা কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে। এ সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না। এমন সাহস এ সরকারের নেই। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার ভারতের স্বার্থে প্রতিনিধিত্ব করছেন। তারা দেশের স্বার্থে কোনো প্রতিনিধিত্ব করতে পারছে না।

এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বছরের পর বছর ধরে শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছে। শেখ হাসিনার পতন অনিবার্য করতে হলে আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না।

এ সম্পর্কিত আরও খবর